MTB Logo

গ্রাহকের প্রয়োজনের কথা বিবেচনা করে এমটিবিতে বিশেষভাবে তৈরী ওয়ার্কিং ক্যাপিটাল প্রোডাক্ট সরবরাহ করা হয়। আমরা গ্রাহকদের চলতি মূলধনের প্রয়োজনের কথা মাথায় রেখে গ্রাহকদের অর্থায়ন সুবিধা প্রদানে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সের জন্য এমটিবি নিম্নোক্ত সেবা দিয়ে থাকে :

ওভারড্রাফট
রিভলভিং ক্রেডিট সীমা এর প্রধান বৈশিষ্ট। এই সুবিধাটি বিভিন্ন ব্যবসায়ের উদ্দেশ্যে অনুমোদিত যার মধ্যে রয়েছে ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজনীয়তা এবং ব্যয় পরিচালনা।
শর্ট টার্ম লোন
সাধারণত কোনো জরুরি প্রয়োজন কিংবা স্বল্পমেয়াদী প্রকল্পের এর জন্য এ ধরণের লোন সুবিধা দেয়া হয়ে থাকে।
জেনারেল লোন
আমদানি এল / সি এর বিপরীতে ডিউটি এবং ভ্যাট প্রদানের জন্য এ ধরণের লোন সুবিধা দেয়া হয়।
টাইম লোন
ইনভেন্টরি / স্থানীয় কাঁচামাল আইটেমের সংগ্রহ এবং যে কোন ধরণের স্বল্প মেয়াদী জরুরি অর্থায়নের প্রয়োজন মেটাতে নির্দিষ্ট সময় সীমার জন্যগ্রাহককে এ লোনের অনুমোদন দেয়া হয়ে থাকে।
ব্যাংক গ্যারেন্টি
পারফরম্যান্স গ্যারান্টি, অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি, ফিন্যান্সিয়াল গ্যারান্টি এবং বিড বন্ড ইস্যুর মাধ্যমে এমটিবি গ্রাহকদের নানান ব্যবসায়িক সেবা দিয়ে থাকে।


আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন