MTB Logo
Deposit

এটি আপনার সন্তানের পড়াশোনার জন্য একটি সেভিংস স্কিম
এমটিবি এডুকেশন প্ল্যান একটি অনন্য চলমান ডিপোজিট স্কিম (ডিপিএস) যা আপনাকে আপনার সন্তানের ভবিষ্যত সুরক্ষিত করতে সহায়তা করবে। এই সেভিংসটি উচ্চশিক্ষা, বিবাহ বা আপনার শিশুদের কোনও বিশেষ চাহিদা মেটাতে ব্যবহার করতে পারবেন।

বৈশিষ্ট্য সমূহঃ

  • উচ্চ ইন্টারেস্ট রেট
  • পছন্দ মতন মেয়াদকাল
  • মাসিক ইন্সটলমেণ্ট এর পরিমাণ: যে কোনও ১০০০ এর মাল্টিপল কিন্তু ২০,০০০ এর বেশী নয়
  • ডিপোজিট এর ৯০% পর্যন্ত লোন সুবিধার সুযোগ

ক্রেডিট সুবিধাঃ

  • গ্রাহক টোটাল জমাকৃত অর্থের ৯০% পর্যন্ত লোন সুবিধা নিতে পারবেন। তবে লোনের পরিমাণ ২৫,০০০ টাকার কম হবে না।

শর্তাবলীঃ

যেকোন ব্যক্তি একক অথবা যৌথভাবে এই একাউন্ট ওপেন করতে পারবেন
একজন অভিবাবক নাবালক একাউন্টের নিয়মানুসারে তার সন্তানের পক্ষে এই একাউন্ট ওপেন করতে পারবেন

  • মাসিক ইন্সটলমেণ্ট এর পরিমাণ: যে কোনও ১০০০ এর মাল্টিপল কিন্তু ২০,০০০ এর বেশী নয়
  • একজন গ্রাহক তার পছন্দমত ৪/৭/৯/১২ বছরের জন্য এই স্কিমে ডিপোজিট করতে পারবেন।
  • একজন গ্রাহকের নামে একের অধিক একাউন্ট একই ব্র্যাঞ্চে ওপেন করা যাবে।
  • এই স্কিমের কিস্তির টাকা প্রতি মাসের ২০ তারিখের মধ্যে নগদ/চেক অথবা অন্য একাউন্ট থেকে ডিপোজিটর এর আদেশমতে জমা করতে হবে। যদি ২০ তারিখ ছুটির দিন হয় তবে সেক্ষেত্রে এর পরের কর্ম দিবসে টাকা জমা করতে হবে
  • অগ্রিম কিস্তির টাকা প্রদান করা যেতে পারে তবে এর জন্য কোন অতিরিক্ত ইন্টারেস্ট প্রদান করা হবে না।
  • সময়মত কিস্তির টাকা প্রদানে ব্যর্থ হলে প্রতি মাসে কিস্তির টাকার উপর ২% হারে ইন্টারেস্ট চার্জ করা হবে।
  • গ্রাহকের ঠিকানা পরিবর্তন করা হলে তা অবশ্যই তাৎক্ষনিক ভিত্তিতে ব্র্যাঞ্চে এসে লিখিত আকারে পরিবর্তন করতে হবে।
  • পরপর ৩ কিস্তি প্রদানে ব্যর্থ হলে ডিপোজিটরের একাউন্ট বন্ধ হয়ে যাবে এবং নেট পরিশোধযোগ্য টাকা ডিপোজিট স্কিমের সাথে লিংক করা একাউন্টে ট্র্যান্সফার করা হবে অথবা সানড্রাই ডিপোজিট একাউন্টে ট্র্যান্সফার করা হবে এবং তদনুসারে গ্রাহককে জানানো হবে।
  • অনিবার্য কারণবশত যদি গ্রাহক ৪ বছরের পূর্বে তার জমাকৃত অর্থ উত্তলোন করতে চায়, সেক্ষেত্রে সেভিংস রেট অনুসারে সরল ইন্টারেস্টে তার জমা কৃত অর্থ তাকে ফেরত দেয়া হবে। কিন্তু ১ বছরের পূর্বে তার জমা কৃত অর্থ উত্তোলনের ক্ষেত্রে কোনো ইন্টারেস্ট প্রদান করা হবে না।
  • যদি কোন গ্রাহক ৪ এবং ৭ অথবা ৭ এবং ৯ বছরের মাঝামাঝি সময়ে তার জমা কৃত অর্থ উত্তোলন করতে চায় সেক্ষেত্রে তাকে পূর্ববর্তী ম্যাচিউরিটি পিরিয়ড অনুসারে পুরো টাকা প্রদান করা হবে এবং বাকি সময়ের জন্য সেভিংস ইন্টারেস্ট হিসেবে বাকি অর্থ প্রদান করা হবে।
  • গ্রাহক মৃত্যুবরণ করলে স্কিমটি বন্ধ হয়ে যাবে এবং ব্যাংকের নিয়মানুসারে জমা কৃত অর্থ এবং প্রদেয় ইন্টারেস্ট একাউন্টের নমিনিকে প্রদান করা হবে।
  • সরকারি নিয়মানুসারে মেয়াদান্তে প্রদেয় টাকা থেকে উপর উৎস ট্যাক্স এবং আবগারি শুল্ক কেটে নেয়া হবে।
  • অন্যান্য বিধি ও শর্তাবলী বাংলাদেশে প্রচলিত আইনের অধীনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বিধিবিধান দ্বারা পরিচালিত হবে।
  • প্রয়োজনে ব্যাংক এই স্কিমের যেকোন নিয়ম/ পদ্ধতি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।

নীচের ফর্মটি পূরণ করুন,
আমাদের একজন প্রতিনিধি শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে

    

    আমাদের সাবস্ক্রিপশনে
    যোগদান করুন