মোঃ হেদায়েত উল্লাহ চেয়ারম্যান হিসেবেঃ
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং এর তিনটি অঙ্গ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন এমটিবি’র স্পন্সর পরিচালক এবং হেদায়েত উল্লাহ সিকিউরিটিজ লিঃ-এর চেয়ারম্যান মোঃ হেদায়েত উল্লাহ । এর আগে তিনি এমটিবি’র ভাইস চেয়ারম্যান-এর দায়িত্বে ছিলেন। তাছাড়া তিনি এমটিবি’র ইসি চেয়ারম্যান-এরও দায়িত্বে ছিলেন। হেদায়েত উল্লাহ বর্তমানে এফবি ফুটওয়ার লিমিটেড ও ফুটবেড ফুটওয়ার লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং এপে· ট্যান্যারী লিমিটেড ও এপে· প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড-এর পরিচালক পদে রয়েছেন। মোঃ হেদায়েত উল্লাহ ব্রিটিশ স্কুল অব লেদার টেকনোলজি, নর্থহ্যাম্পটন, ইউকে থেকে লেদার টেকনোলজির উপর স্নাতক ও ওয়েবস্টার বিশ্ববিদ্যালয়, রিজেন্টস্ কলেজ ইন্ লন্ডন, ইউকে থেকে ইন্টারন্যাশনাল বিজনেস-এর উপর স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
খাজা নারগিস হোসেন ভাইস চেয়ারম্যান হিসেবেঃ
সাকো সিকিউরিটিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সাকো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর কর্পোরেট পরিচালক খাজা নারগিস হোসেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং এর তিনটি অঙ্গ প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি বর্তমানে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ), চায়না-এর সদস্য পদে রয়েছেন । বিএফএ ২৬টি এশিয়ান রাষ্ট্রসমূহ এবং অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত একটি অলাভজনক আন্তর্জাতিক সংস্থা যা এশিয়া ও বাকি বিশ্বের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে। খাজা নারগিস হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
গত ৩১ মে, ২০১৮ ব্যাংকের পরিচালনা পর্ষদের ২২২তম সভায় উপরোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।