মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি, রাপিড ব্যাংকিং ডিজিটাল সার্ভিসের ক্ষেত্রে দেশের শীর্ষস্থানীয় ইকেওয়াইসি সল্যুশন প্রদানকারী সংস্থা গিগা টেক লিমিটেড-এর সহযোগিতায়, একটি সম্পূর্ণ ডিজিটাইজড্ তাৎক্ষণিক ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং পণ্য ‘এমটিবি সিম্পল্’এর উদ্ভোধন করে যা বাংলাদেশ ব্যাংকের ইকেওয়াইসি গাইডলাইন অনুসারে গ্রাহকদের কাটিং-এজ, উন্নততর এবং ঝামেলামুক্ত ব্যাংক অ্যাকাউন্ট খোলার অভিজ্ঞতা দিবে। বাংলাদেশের কোন নাগরিক তার এনআইডি’র সাহায্যে মোবাইল ডিভাইস কিংবা কম্পিউটার ব্যবহার করে নিরাপদ ওয়েব লিংক-এর (https://ekyc.mutualtrustbank.com) মাধ্যমে এমটিবি’তে তাৎক্ষণিক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন।
সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় গ্রাহকদের জন্য দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করার প্রয়াসে এই বিশেষ সল্যুশন আনুষ্ঠানিকভাবে চালু করেন। সে সময় গিগা টেক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, সামিরা হিমিকা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর চৌধুরী আখতার আসিফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ গ্রুপ রিস্ক অফিসার, মোঃ শাফকাত হোসেন, হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ডিভিশন, শ্যামল বরণ দাশ, চীফ ডিজিটাল অফিসার, গালিব হামিদ প্রতীক, হেড অব এমটিবি অপারেশন্স ডিভিশন, খালিদ হোসেন, হেড অব ডিজিটাল লেন্ডিং এন্ড ইনোভেশনস্ এবং আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট সহ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।