MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

প্রান্তিক মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য এমটিবি ফাউন্ডেশন-এর বিকল্প জীবিকার ব্যবস্থা গ্রহণ

এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি নজরুল স্মৃতি সংসদ-এনএসএস-এর সাথে ‘আয় সৃষ্টিকারী কর্মকান্ডের মাধ্যমে প্রান্তিক মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য বিকল্প জীবিকা সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির অধীনে, এমটিবি ফাউন্ডেশন বরিশাল বিভাগের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় অবস্থিত চরদোয়ানী ও পাথরঘাটা সদর ইউনিয়নে প্রান্তিক মৎস্যজীবী সম্প্রদায়ের ২০০টি পরিবারের জন্য হাঁস পালন, বসতবাড়িতে বাগান ও সবজি চাষ করা, পুকুরে মাছ চাষ, কাঁকড়া চাষ, শুটকী মাছ প্রক্রিয়াজাতকরণ এবং ছোট ব্যবসার মতো ‘ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিজ’-এর মাধ্যমে বিকল্প জীবিকার ব্যবস্থা করে জেলেদের পরিবারের মহিলা সদস্যদের ক্ষমতায়ন করার পরিকল্পনা গ্রহণ করেছে।

এই অংশীদারিত্বের উদ্দেশ্য হল জাতীয় অর্থনীতির স্বাথের্, বছরে তিনবার, পৃথক মাছ ধরার নিষেধাজ্ঞার মাধ্যমে নিরবচ্ছিন্ন প্রজননের ব্যবস্থা করে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের উদ্যোগকে সমর্থন করা এবং একই সাথে, মৎস্যজীবী সম্প্রদায়ের আয়ের একটি বিকল্প উৎস নিশ্চিত করা যা পরিবারের মহিলাদের দ্বারা পরিচালিত হবে আর এভাবেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। এই প্রকল্পটি এসডিজি ১, ২, ৫, ১৩ এবং ১৪ মোকাবেলায় এমটিবি ফাউন্ডেশনের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ।

এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান-১, ঢাকায় এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহ্মাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার, মোঃ বখতিয়ার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রেজারি ডিভিশন, মোঃ শামসুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, উসমান রাশেদ মুয়ীন এর উপস্থিতিতে নজরুল স্মৃতি সংসদ-এনএসএস-এর, নির্বাহী পরিচালক, শাহাবুদ্দিন পাননা এবং এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল স্মৃতি সংসদ-এনএসএস-এর প্রোগ্রাম ডিরেক্টর, মো. শহীদুল ইসলাম, লিগ্যাল এডভাইজর, মো. আমিনুল ইসলাম এবং এমটিবি ফাউন্ডেশনের সহযোগী, গোলাম রাব্বানী।

« নিউজ এ ফিরে যান



আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন