রিটেইল ফেস্ট ২০২৩ উদযাপনের অংশ হিসেবে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) তার পে-রোল গ্রাহক এডিসন গ্রুপের জন্য “ত্বরিত ঋণ” নামে একটি নতুন ডিজিটাল ঋণ সেবা চালু করেছে। সেবাটি এডিসন গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদেরকে কোনো শাখা পরিদর্শন না করে বা কোনো কাগজপত্র পূরণ না করেই আবেদনের কয়েক ঘন্টার মধ্যে একটি স্বল্পমেয়াদী ঋণ পেতে সক্ষম করবে। গ্রাহকরা তাদের বাসা বা অফিস থেকে যেকোনো সময় যেকোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার করে এই ঋণের জন্য আবেদন করতে পারবেন।
এমটিবি ধীরে ধীরে তাদের সকল রিটেইল গ্রাহকদের জন্য পরিষেবাটি প্রসারিত করার পরিকল্পনা করেছে। এই উদ্ভাবনী ডিজিটাল লোন সেবা প্রত্যেকের জন্য আর্থিক পরিষেবাগুলিকে আরো সহজলভ্য এবং সুবিধাজনক করার দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান সম্প্রতি র্যাংগস্ ব্যাবিলোনিয়া, এডিসন গ্রুপের কর্পোরেট হেড অফিস, তেজগাঁও আই/এ, ঢাকা – ১২০৮-এ আয়োজিত এক সাধারণ অনাড়ম্বর অনুষ্ঠানে এই সেবা চালু করেছেন। সেসময় তিনি বলেন – ‘আমাদের নতুন ডিজিটাল ঋণ সেবা ‘ত্বরিত ঋণ’ চালু করা উভয় প্রতিষ্ঠানের জন্যই এক ঐতিহাসিক মুহূত। এটি আমাদের উদ্ভাবন এবং গ্রাহক সন্তুষ্টির প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রমাণ, এবং এটি আমাদের সকলের জন্য আর্থিক সেবা আরো সহজলভ্য এবং সুবিধাজনক করার লক্ষ্যের আরো কাছাকাছি নিয়ে আসবে।’
অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে আরো উপস্থিত ছিলেন মোঃ খালিদ মাহমুদ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মোঃ শাফকাত হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন, খালিদ হোসেন, হেড অব ডিজিটাল ব্যাংকিং, তাহসিন শহীদ, হেড অব রিটেইল নিউ বিজনেস এবং লতিফুল মান্নান চৌধুরী, হেড অব প্রোডাক্ট প্রোপোজিশন। এছাড়াও এডিসন গ্রুপ -এর পক্ষ থেকে, জাকারিয়া শাহিদ, ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ আমরান হোসেন (এফসিএ), প্রধান নির্বাহী কর্মকর্তা, এডিসন পাওয়ার বাংলাদেশ লিমিটেড ও এডিসন মারসনস লিমিটেড এবং মোহাম্মদ মুরাদ চৌধুরী, স্ট্র্যাটেজিক এইচআর, অ্যাডমিন ও প্রকিউরমেন্ট প্রধান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।