MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি ফাউন্ডেশনের বিশ্ব সাদা ছড়ি দিবস ২০২৩ পালন

অন্ধ এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন চলাফেরার প্রতীক হিসেবে সাদা ছড়ির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়াসে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)-এর সাথে যৌথ উদ্যোগে বিশ্ব সাদা ছড়ি দিবস ২০২৩ পালন করেছে।

এই আয়োজনটির উল্লেখযোগ্য বিষয় ছিল এমটিবি ফাউন্ডেশনের অর্থায়নে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ এবং এর পর দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং সমাজে অন্তর্ভুক্তি এবং প্রবেশাধিকারের যোগ্যতা সৃষ্টি ও তাদের জীবনের প্রতিবন্ধকতাগুলো সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র‌্যালি ও অধিবেশনের আয়োজন করা হয়।

বিশেষ এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশন-এর সিইও, সামিয়া চৌধুরী এবং এমটিবি ফাউন্ডেশনের সহযোগী, গোলাম রাব্বানী এবং সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)-এর নির্বাহী পরিচালক, খন্দকার জহুরুল আলম।

« নিউজ এ ফিরে যান



আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন