MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি ফাউন্ডেশনের ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৫’ উদযাপন

‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৫’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে, এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট (পিএফডিএ ভিটিসি)-এর সহযোগিতায় এবছরের প্রতিপাদ্য “নিউরোবৈচিত্র্য এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) এগিয়ে নিয়ে যাওয়া” উদযাপন করেছে। উক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার-এ আক্রান্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কেয়ারগিভারদের সক্ষমতা বৃদ্ধির জন্য একটি বিশেষ প্রশিক্ষণ মডিউল উন্মোচন করেছে।

এই মডিউলটির লক্ষ্য হলো অটিজমে আক্রান্ত কিশোর-কিশোরীদের ব্যক্তিগত সীমানা, সম্মতি, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও সামাজিক যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোঝাতে সহায়তা করা। একইসঙ্গে অভিভাবক, শিক্ষক ও কেয়ারগিভারদের প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজন ও সামর্থ্য চিহ্নিত করতে সহায়তা করা এবং বিশেষজ্ঞ ও থেরাপিস্টদের সাথে একসাথে কাজ করার সুযোগ তৈরি করাও এর উদ্দেশ্য। এই প্রকল্পের মাধ্যমে এমটিবি ফাউন্ডেশন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি ৩, ৪, ৫, ও ১০-এর প্রতি প্রতিশ্রুতি পূরণে অবদান রাখতে চায়।

পিএফডিএ-ভিটিসি প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী, ইউনিসেফ-এর হেলথ সিস্টেমস স্পেশালিস্ট জান্নাতুল ফেরদৌস, পিএফডিএ-ভিটিসির উপদেষ্টা, ড. এস এম আসিব নাসিম এবং অধ্যক্ষ, বেগম নুরজাহান দীপা।

« নিউজ এ ফিরে যান