MTB Logo
Deposit

এমটিবি ই-ক্যাব ভিসা প্রিপেইড কার্ডটি মূলত বাংলাদেশ ই-কমার্স এ্যাসোসিয়েশনের (ই-ক্যাব) এর সম্মানিত সদস্যদের স্বতন্ত্র পেমেন্টের চাহিদা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে। আপনি যদি ই-ক্যাব এর সদস্য হয়ে থাকেন, তাহলে এই কার্ডটি অবশ্যই আপনার মানিব্যাগে থাকা আবশ্যক। আপনার বার্ষিক ট্রাভেল কোটার বিপরীতে স্থানীয় লেনদেনের পাশাপাশি আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রেও আপনি কার্ডটি ব্যবহার করতে পারেন (সার্কভুক্ত দেশ ও মায়ানমারের ক্ষেত্রে ৫ হাজার মার্কিন ডলার এবং অন্যান্য দেশের ক্ষেত্রে ৭ হাজার মার্কিন ডলার)। আপনার কার্ডের বিপরীতে পাসপোর্ট এন্ডোরসমেন্টের পর চাহিদামতো অর্থ বাংলাদেশী টাকার হিসেবে ডিপোজিট করতে পারবেন যা মার্কিন ডলার হিসেবে সমপরিমাণ অর্থ আপনার কার্ডে যোগ হবে। আপনার সুবিধা মতো বিশ্বব্যাপী এই কার্ডটি এটিএম, পিওএস মেশিনের পাশাপাশি ই-কমার্স সাইটে লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।

কার্ডের সুবিধাসমূহ

  • লাইফটাইম ফ্রি কার্ড
  • রিলোডেবল
  • ই-কমার্স সুবিধা
  • এমটিবি এটিএম বুথে বিনামূল্যে নগদ উত্তোলন সুবিধা
  • এমটিবি ডিলাইটের অধীনে আকর্ষণীয় সব ডিসকাউন্ট


আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন