বাংলালিংকের লয়্যাল গ্রাহকগণের জন্য এই মাই ইজি পেমেন্ট কার্ডটি তৈরি করা হয়েছে। এটি একটি মাস্টারকার্ড ব্র্যান্ডের লোকাল প্রিপেইড কার্ড। বাংলালিংক নিজেই এই কার্ডের জন্য মনোনীত গ্রাহকদের বাছাই করে থাকে।
মূল সুবিধাসমূহ
লাইফটাইম ফ্রি কার্ড
রিলোডেবল
ই-কমার্স সুবিধা
এমটিবি এটিএম বুথে বিনামূল্যে নগদ উত্তোলন সুবিধা
এমটিবি ডিলাইটের অধীনে আকর্ষণীয় সব ডিসকাউন্ট সুবিধা।