সম্ভাব্য বিনিয়োগকারীগণকে দ্রুত ও কার্যকরী ক্লায়েন্টেল সার্ভিস প্রদানের নিমিত্তে গভর্নমেন্ট সিকিউরিটিজ বিনিয়োগ উইন্ডো স্থাপন করা হয়েছে ।
গভর্নমেন্ট সিকিউরিটিজ বিনিয়োগ উইন্ডো প্রধানত নিম্নরূপ কার্যক্রম সম্পাদন করে ।
- ট্রেজারি বিল ও বন্ড এর সম্ভাব্য বিনিয়োগকারীগণকে কুপন/ ইলড্ সহ বিনিয়োগ সংক্রান্ত তথ্যাদি প্রদান।
- ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীগণকে সিকিউরিটিজ হিসাব (বিপি একাউন্ট) খোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
- সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় কুপন ও মেয়াদপূর্তিতে মূল অর্থ দ্রুততার সাথে পরিশোধ এবং লেনদেনের সার্বিক নিরাপত্তার স্বার্থে ব্যাংক হিসাব খোলার পরামর্শ প্রদান।
- ক্লায়েন্টের রিকুইজিশনের ভিত্তিতে সংশ্লিষ্ট সিকিউরিটিজের ক্রয়-বিক্রয় সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করা।
- ক্লায়েন্ট হিসাবের বিপরীতে যথাসময়ে কুপন মেয়াদপূর্তিতে আসল পরিশোধ এবং ক্রয়-বিক্রয়ের সাথে বিজড়িত অর্থ লেনদেনের বিষয়সমূহ যথাযথ সম্পাদন।
অধিকতর অনুসন্ধানের জন্য
মো : আনোয়ার পারভেজ
অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট
ফোন : ৯৮৪৫২৫৪
যোগাযোগের ঠিকানা:
এমটিবি সেন্টার,২৬ গুলশান এভিনিউ ,গুলশান ১ ঢাকা- ১২১২