MTB Logo

এমটিবি হোলসেল ব্যাংকিং

এমটিবি হোলসেল ব্যাংকিং বিভাগকে ব্যাংকিং – এর অন্যতম প্রধান শক্তি হিসাবে বিবেচনা করা হয় কারণএমটিবি ধারাবাহিকভাবেই কর্পোরেট ব্যাংকিং কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসাবে পরিচিত। অভ্যন্তরীণএবংআন্তর্জাতিক ক্ষেত্রে হোলসেল ব্যাংকিং গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে এমটিবি আরএমজি, টেক্সটাইল, ম্যানুফ্যাকচারিং, এফএমসিজি, বিদ্যুৎ, পোলট্রি, স্টিল ইত্যাদি শিল্পে বিস্তৃত পরিষেবা দিয়ে চলছে। এমটিবি হোলসেল ব্যাংকিং পরিষেবার মধ্যে রয়েছে, ওয়ার্কিং ক্যাপিটাল এবং বড় প্রজেক্টগুলোর জন্য অর্থায়ন সুবিধা, আমদানি ও রপ্তানির জন্য বাণিজ্য অর্থায়ন, ক্যাশম্যানেজমেন্ট সার্ভিসের অধীনে কালেকশন ও পেমেন্ট সুবিধা। সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে এমটিবি বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম থেকে বিভিন্ন হোলসেল ব্যাংকিং সুবিধা দিয়ে আসছে।

বিজনেস ইউনিট:

সুরক্ষিত তহবিল গঠন এবং এমটিবি – কে বিশ্বমানের ব্যাংক হিসেবে পরিচালিত করার লক্ষ্যে এমটিবি হোলসেল বিজনেস ইউনিটের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান করে আসছে। আমাদের রিলেশনশিপ ইউনিটের মাধ্যমে বিভিন্ন ইন্ডাস্ট্রি লিডার সহ ৫০০ এর অধিক গ্রাহকদের সেবা প্রদান করা হয়ে থাকে।স্থিতিশীল মুনাফা ও ব্যাংকের প্রবৃদ্ধি নিশ্চিতকরতেএমটিবি এর একাধিক বিজনেস ইউনিট প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

বৈশিষ্ট্য:

  • ওয়ানস্টপ রিলেশন ব্যাংকিং নিশ্চিতকরণ
  • নতুন ব্যবসা অধিগ্রহণ
  • মানসম্মত সেবা নিশ্চিতকরণ
  • ক্রসসেলিং ও ট্রেড বিজনেস নিশ্চিতকরণ


আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন