মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি তাদের ২০২০ সালের সম্পাদিত কার্যাবলী ও কর্মদক্ষতার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত তালিকায় দেশের শীর্ষ দশটি সাস্টেইনেবল ব্যাংকের একটি হিসেবে বিবেচিত হয়েছে। দশটি ব্যাংক ও পাঁচটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান তাদের সম্পাদিত কার্যাবলী ও কর্মদক্ষতার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট একটি তালিকা প্রস্তুত করে এবং বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করে। টেকসই অর্থায়ন, সবুজ পুনঃ অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম ও মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সক্ষমতা – এই চার সূচকের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো রেটিংটি প্রণয়ন করেছে।
এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান বলেন – ‘দেশের শীর্ষ দশটি সাস্টেইনেবল ব্যাংকের একটি হিসেবে স্বীকৃতি অর্জন আমাদের জন্য ব্যাপক উৎসাহ ও পরিতৃপ্তির উৎস হিসেবে কাজ করবে। টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে, আমরা পরিবেশ-বান্ধব প্রকল্পে অর্থায়ন ও সবুজ অর্থায়নে উৎসাহিত করে থাকি। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের ক্ষেত্রে আমরা সমাজ, দেশ ও দেশের মানুষের জন্য বিভিন্ন সিএসআর খাতসমূহ সহ মূলত শিক্ষা,স্বাস্থ ও দূর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কাজ করে থাকি।’ শীর্ষ দশটি সাস্টেইনেবল ব্যাংকের একটি হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য তিনি বাংলাদেশ ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।