MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি’র নতুন চারজন ডিএমডি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) তাদের চারজন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি)-কে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতির ঘোষণা দিয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা হলেন মোঃ বখতিয়ার হোসেন, মোঃ শামসুল ইসলাম, উসমান রাশেদ মুয়ীন ও মোঃ শাফকাত হোসেন।

মোঃ বখতিয়ার হোসেন

মোঃ বখতিয়ার হোসেন সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন যা সেপ্টেম্বর ০১, ২০২৩ থেকে কার্যকর হয়েছে। হোসেন একজন অভিজ্ঞ ব্যাংকার যার আন্তর্জাতিক বাণিজ্যে বিশেষ অবিজ্ঞতা সহ ২৮ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি এমটিবি’র চিফ অপারেটিং অফিসার হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর এমটিবি ট্রানজ্যাকশন ব্যাংকিং, এমটিবি ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস (এমআইটিএস) এবং অফশোর ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি গত ১১ বছর ধরে ব্যাংকের কেন্দ্রীভূত ট্রেড সার্ভিসেস অপারেশনেরও দেখাশোনা করেন। তিনি ২০১১ সালে বাস্তবায়িত এমটিবি’র ট্রেড অপারেশনের কেন্দ্রীকরণ প্রকল্পের প্রজেক্ট প্রধান হিসেবে কাজ করেন।

অস্ট্রেলিয়া থেকে আন্তর্জাতিক ব্যবসা, অর্থ ও ব্যাংকিং এবং কৌশলগত মানবসম্পদ এই ৩টি বিষয়ে বিশেষীকরণ এমবিএ অর্জন সহ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে এমএসসি ডিগ্রী অর্জন করেন।

মোঃ শামসুল ইসলাম

মোঃ শামসুল ইসলাম সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন যা সেপ্টেম্বর ০১, ২০২৩ থেকে কার্যকর হয়েছে। তিনি এমটিবি’র হেড অব ট্রেজারি হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০১৩ সালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর হেড অব ট্রেজারি হিসেবে যোগদান করেন এবং তারপর থেকে তিনি ট্রেজারি কার্যক্রম এবং ব্যালেন্স শীট ব্যবস্থাপনায় ব্যাংকে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন।

তিনি বাংলাদেশ মানি মার্কেট ডিলার্স অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও প্রাইমারি ডিলারস বাংলাদেশ (পিডিবিএল)-এর টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে কার্যকরী মূদ্রা বাজার গঠনে সক্রিয় ভূমিকা পালন করছেন।

তিনি ১৯৯৬ সালে প্রবেশনারি অফিসার হিসেবে আইএফআইসি ব্যাংক লিমিটেড-এ তার কর্মজীবন শুরু করেন। ব্যাংকিং খাতে ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতার মধ্যে তিনি সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর বিশেষ প্রকল্প বিভাগ, আন্তর্জাতিক বিভাগ, ক্রেডিট বিভাগ, ট্রেজারি বিভাগ এর মতো গুরুত্বপূর্ণ বিভাগসমূহে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘এম.কম’ এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লুইস ইউনিভার্সিটি থেকে ‘এমবিএ’ সম্পন্ন করেন। তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

উসমান রাশেদ মুয়ীন

উসমান রাশেদ মুয়ীন সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন যা সেপ্টেম্বর ০১, ২০২৩ থেকে কার্যকর হয়েছে। বর্তমানে তিনি এমটিবি’র হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। মুয়ীন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড-এ হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ২৬ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন মুয়ীন একজন ওমেগা (ইউকে) সার্টিফাইড ক্রেডিট প্রফেশনাল।

মুয়ীন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স-এ অনার্স্ ও মাস্টার ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৬ সালে সাউথইস্ট ব্যাংক লিমিটেডে-এ প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং পেশা শুরু করেন এবং তিনি সেখানে ২০০৩ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি ২০০৩ সালে ঢাকা ব্যাংক লিমিটেড-এ যোগদান করেন। মুয়ীন ২০০৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড-এ কর্মরত ছিলেন এবং এর মধ্যে তিনি ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স-এ মাস্টার অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রী অর্জন করেন।

মোঃ শাফকাত হোসেন

মোঃ শাফকাত হোসেন সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন যা সেপ্টেম্বর ০১, ২০২৩ থেকে কার্যকর হয়েছে। বর্তমানে তিনি এমটিবি’র হেড অব রিটেইল ব্যাংকিং হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এ হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন।

তিনি ১৯৯৭ সালের ফেব্রæয়ারিতে তৎকালীন এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক-এ একজন ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি সুইডেনের স্টকহোমের কুংশোলমেনস কলেজ থেকে ইন্টারন্যাশনাল বাক্কালউরিয়েট সম্পন্ন করেছেন এবং তারপরে ১৯৯৫ সাল মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথইস্টার্ন ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন।

শাফকাতের রিটেইল, কার্ড এবং ব্রাঞ্চ ব্যাংকিং-এ ২৬ বছরের বিশদ অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে তিনি রিটেইল এবং ব্রাঞ্চ ব্যাংকিং-এর বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়েছেন যার মধ্যে রয়েছে বাংলাদেশের এইচএসবিসি-তে হেড অব রিটেইল ব্যাংকিং ও ওয়েল্থ ম্যানেজমেন্ট, বাংলাদেশের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-এ হেড অব প্রোডাক্ট ও সেগমেন্টস্ এবং অতি সম্প্রতি ঢাকা ব্যাংক লিমিটেড-এর হেড অব রিটেইল ব্যাংকিং এবং কার্ডস্। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

« নিউজ এ ফিরে যান



আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন