MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি’র বার্ষিক ঝুঁকি বিষয়ক সম্মেলন ২০২২ আয়োজন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি তাদের বার্ষিক ঝুঁকি বিষয়ক সম্মেলন ২০২২ ভার্চ্যুয়ালি আয়োজন করে। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চীফ রিস্ক অফিসার, চৌধুরী আখতার আসিফ সঞ্চালকের ও তাহমিনা জামান খান, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন অনুষ্ঠানটিতে সহ-সঞ্চালকের ভ’মিকা পালন করেন। এমটিবি’র জ্যেষ্ঠ ব্যবস্থাপনা টিম, বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ ও ব্যাংকের প্রধান কার্যালয়ে রিস্ক নিয়ে কাজ করেন এমন কর্মকর্তাবৃন্দ সে সময় উপস্থিত ছিলেন। এমটিবি’তে বলিষ্ঠ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি গড়ে তোলার প্রয়াসে নিজেদের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্তকরণের অংশ হিসেবে এবং সংম্পৃক্ত নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রত্যাশা পূরণের প্রয়োজনে ব্যাংক এই সম্মেলনের আয়োজন করে। এবছরের সম্মেলনের থিম হচ্ছে ‘ ডাইনামিক রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস ফর সাস্টেইনেবল্ গ্রোথ ট্র্যাজেক্টরি’। টেকসই ব্যবসায়িক বৃদ্ধি অর্জনের প্রয়াসে এমটিবি বার্ষিক ঝুঁকি বিষয়ক সম্মেলন ২০২২ ব্যাংকের মধ্যে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব ও তাৎপর্য ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে। ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা বিদ্যমান এবং জরুরি ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়ে ও ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকিসমূহের বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান বলেন – ‘এই সম্মেলনের যাত্রা খুবই সময়োপযোগী এবং এর প্রভাব নিয়ন্ত্রক পরিপালনের ঊর্দ্ধে। এই সম্মেলনের উদ্দেশ্য বলিষ্ঠ ঝুঁকি পরিপালন কাঠামো গড়ে তোলার প্রয়াসে নিজেদের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্তকরণ ও এই যাত্রায় সবাইকে সংম্পৃক্ত করা যা ব্যাংকের স্থিতিস্থাপক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।’

« নিউজ এ ফিরে যান



আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন