মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট-এর যৌথ প্রয়াসে প্রতিশ্রুতিশীল নারীদের দক্ষতা বিকাশ ও আর্থিক অন্তর্ভূক্তির মাধ্যমে ক্ষমতায়ন করার লক্ষ্যে “এমটিবি স্বনির্ভর অঙ্গনা” প্রকল্পটি চালু করেছে। এই প্রকল্পের আওতাভুক্ত একটি গ্রাফিক ডিজাইন কোর্স রয়েছে, যা অংশগ্রহণকারীদের নতুন পেশাজীবনের সুযোগ সৃষ্টিতে মূল্যবান ভ’মিকা রাখবে।
এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে এই প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানটি “এমটিবি রিটেইল ফেস্ট ২০২৩” উদযাপনের অংশ হিসেবে এমটিবি টাওয়ারের স্যামসন এইচ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এই অংশীদারিত্বের গুরুত্ব অনুধাবন করে বলেন, “আমরা প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে সমাজ উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, যা ইতিবাচক পরিবর্তনকে উৎসাহিত করে।” ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ মনির হোসেন ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে প্রযুক্তিগত শিক্ষার ভূমিকাকে তুলে ধরেন এবং মূল্যবান গ্রাফিক ডিজাইনে দক্ষতা বৃদ্ধির প্রয়াসে তাদের জড়িত থাকতে পারার জন্য উচ্ছাস প্রকাশ করেন।
এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ শাফকাত হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং, আবদুল মাননান, হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন, তাহসিন তাহের, হেড অব রিটেইল সেগমেন্ট ও স্ট্র্যাটেজি, রাশিদ রেজোয়ানা, হেড অব উইমেন ব্যাংকিং ডিপার্টমেন্ট এবং আজম খান, হেড অব কমিউনিকেশনস ডিপার্টমেন্টসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট-এর উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ মনির হোসেন, হেড অব কোয়ালিটি ম্যানেজমেন্ট, ফারজানা বিশ্বাস এবং ডিজিটাল মার্কেটিং প্রিাডাকশন টিম।
গ্রাফিক ডিজাইন কোর্সটি “এমটিবি স্বনির্ভর অঙ্গনা” প্রকল্পের একটি অংশ, যার আওতাভুক্ত থাকবে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, পরামর্শদান এবং উদ্যমী নারীদের জন্য আর্থিক স্বনির্ভরতা অর্জনের সুযোগ।