MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি এবং ওয়েল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ওয়েল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড-এর মধ্যে স¤প্রতি ওয়েল গ্রæপের কর্পোরেট কার্যালয়, রাওয়া কমপ্লে· (লেভেল ০৯), ভিআইপি রোড, মহাখালি, ঢাকা – ১২০৬-এ ‘দেশব্যাপী বিল সংগ্রহ সংক্রান্ত’ একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়েল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সৈয়দ নুরুল ইসলাম এবং এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক, গৌতম প্রসাদ দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এছাড়াও এই অনুষ্ঠানে ওয়েল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড-এর সৈয়দ শামসুল ইসলাম, পরিচালক ও মনজুরুল এ. চৌধুরী, নির্বাহী পরিচালক এবং এমটিবি’র ইরফান ইসলাম, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট ও প্রিভিলেজ ব্যাংকিং ও আজম খান, গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান



আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন