মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি), দেশের প্রথম ডিজিটাল গিফ্ট কার্ড প্লাটফর্ম এক্সট্রা’র সাথে যৌথ প্রয়াসে,সম্প্রতি তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো ‘ডিজিটাল উপহার সেবা’। ‘ডিজিটাল উপহার সেবা’একটি সম্পূর্ণ ডিজিটাইজ্ড সেবা যা ব্যবহার করেএমটিবি স্মার্ট অ্যাপ ব্যবহারকারীরা খুব সহজে এক্সট্রা’র মার্চেন্ট লিস্ট থেকে বাছাই করে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পছন্দ মাফিক কাউকে গিফ্ট কার্ড পাঠাতে পারবেন।এমটিবি স্মার্ট অ্যাপব্যবহারকারীরা অ্যাপের’ পেইমেন্ট’ অপশনের অন্তর্গত’ ডিজিটাল গিফ্ট’ অপশন থেকে এই সেবাটি উপভোগ করতে পারবেন।
সৈয়দ মাহবুবুররহমান,ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, এমটিবি,এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় এই অ্যাপের উদ্বোধন ঘোষণা দেন। এ সময় মঞ্জুরুল আলম মামুন, প্রতিষ্ঠাতা, এক্সট্রা এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।এছাড়াও এক্সট্রা’র জেনারেল ম্যানেজার, মোঃজাকির হোসেন এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়ান্স, গৌতম প্রসাদ দাস, উপ ব্যবস্থাপনা পরিচালক-কর্পোরেট অ্যান্ড কমার্শিয়াল বিজনেস, মোঃখালিদ মাহমুদ খান, চীফ ইনফরমেশন ও ডিজিটাল অফিসার, শ্যামলবরণ দাস, হেড অব ডিজিটাল লেন্ডিং ও ইনোভেশন্স, খালিদ হোসেন এবং হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট, আজম খানএই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।