MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি ফাউন্ডেশন এবং একশনএইড বাংলাদেশ-এর মধ্যে ‘সেতু বন্ধন গড়ি’ নেটওয়ার্ককে (নেটওয়ার্ক অব এসিড সারভাইবরস্) সহযোগিতার চুক্তি স্বাক্ষর

‘সেতু বন্ধন গড়ি’ নেটওয়ার্ককে (নেটওয়ার্ক অব এসিড সারভাইবরস্) সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতিতে এমটিবি ফাউন্ডেশন এবং একশনএইড বাংলাদেশ সম্প্রতি একশনএইড বাংলাদেশ-এর ঢাকাস্থ গুলশান অফিসে এক চুক্তি স্বাক্ষর করে। এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহ্মাদের উপস্থিতিতে ফারাহ্ কবির, কান্ট্রি ডিরেক্টর, একশনএইড বাংলাদেশ এবং সামিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সিইও, এমটিবি ফাউন্ডেশন, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর ১, ৪ ও ১০ গোলগুলোতে অবদান রাখার প্রয়াসে সাতক্ষীরার ‘সেতু বন্ধন গড়ি’ নেটওয়ার্ক (নেটওয়ার্ক অব এসিড সারভাইবরস্্)-এর সদস্যদের সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে এমটিবি ফাউন্ডেশন এই চুক্তিতে স্বাক্ষর করে। এই প্রকল্পে সহযোগিতার মাধ্যমে, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও জীবনমুখী শিক্ষা, তাদের কর্মজীবন গড়তে শিক্ষাগত সহায়তা প্রদান, উদ্যোক্তাদের সক্ষমতা এবং বাজার সংযোগ তৈরিতে সহায়তা সহ বিভিন্ন প্রয়োজনীয় ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এমটিবি ফাউন্ডেশনের লক্ষ্য আশি (৮০) জন এসিড সারভাইবরদের জীবনে টেকসই ও অর্থবহ পরিবর্তন আনয়ন করা।

একশনএইড বাংলাদেশ-এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে, এসিড সারভাইবরদের মানসিক ও আর্থ-সামাজিক সমস্যাগুলো মোকাবেলা করা এবং ফলশ্রুতিতে আর্থিক ও সামাজিকভাবে ক্ষমতায়নে সক্ষম করার লক্ষ্যে এমটিবি ফাউন্ডেশন দেশের এসিড সারভাইবরদের জন্য স্বতন্ত্র এই নেটওয়ার্কের অংশ হয়ে উঠেছে। এসিড সারভাইবররা নিজেরাই ‘সেতু বন্ধন গড়ি’ নেটওয়ার্ক (নেটওয়ার্ক অব এসিড সারভাইবরস্) পরিচালনা করে থাকে। এই প্লাটফর্মের মাধ্যমে, সারভাইবররা একে অপরকে সাহায্য করতে পারবে। সম্প্রতি এই নেটওয়ার্ক দেশের ৭টি জেলায় (পাবনা, সিরাজগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, সাতক্ষীরা , দিনাজপুর ও ঢাকা) তাদের কর্মকান্ড পরিচালনা করছে।

« নিউজ এ ফিরে যান



আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন