MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি ফাউন্ডেশন-এর উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানির সুব্যবস্থা গ্রহণ

উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পানি, স্যানিটেশন এবং হাইজিন-এর সুব্যবস্থা নিশ্চিত করতে, এমটিবি ফাউন্ডেশন, ফুটস্টেপস বাংলাদেশের সাথে ‘বরগুনার আয়লা পাতাকাটায় কমিউনিটি ওয়াটার পয়েন্ট নির্মাণ’ প্রকল্পটি পরিচালনার উদ্দেশ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই প্রকল্পের লক্ষ্য হলো বরগুনার আয়লা পাতাকাটা অঞ্চলে একটি কমিউনিটি ওয়াটার পয়েন্ট নির্মাণ করে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বহুল প্রতীক্ষিত নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা করা। এই উদ্যোগটি এসডিজি ১, ৩, ৬, এবং ১৩ মোকাবেলায় এমটিবি ফাউন্ডেশনের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ।

এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান-১, ঢাকায় এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চীফ রিস্ক অফিসার, চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহ্মাদ এবং হেড অব গ্রুপ লিগ্যাল অ্যাফেয়ার্স, শাফায়াত উল্লাহ-এর উপস্থিতিতে ফুটস্টেপস বাংলাদেশের প্রেসিডেন্ট, শাহ রাফায়াত চৌধুরী এবং এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুটস্টেপস বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি, মোহাম্মদ তাকি ইয়াসির এবং এমটিবি ফাউন্ডেশনের সহযোগী, গোলাম রাব্বানী।

« নিউজ এ ফিরে যান



আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন