মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ সবার অবগতির জন্য প্রতি বছরের ন্যায় এবছরও গত অক্টোবর ২১, ২০২৩ তারিখে ‘শাখা ব্যবস্থাপক (বিএম) এবং শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (বামেলকো) সম্মেলন’ স্যামসন এইচ. চৌধুরী অডিটোরিয়াম, এমটিবি টাওয়ার, ১১১ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১০০০-এ আয়োজন করেছে। সম্মেলনে শাখা ব্যবস্থাপকবৃন্দ, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাবৃন্দ ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ ১১০ জন স্বশরীরে ও ২৫০ জন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান, মোঃ মাসুদ বিশ্বাস। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে সকলকে স্বাগত জানান। বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক, মোঃ মাসুদ রানা ও যুগ্ম পরিচালক মোহাম্মদ ইসমাইল প্রধান এই অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ও ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, রেইস উদ্দীন আহ্মাদ অনুষ্ঠানটি সঞ্চালন করেন।