নিজের জীবন বিপন্ন করে জনহিতকর সাহসী কাজের স্বীকৃতি স্বরূপ ‘এমটিবি ব্রেভারি এন্ড কারেজ অ্যাওয়ার্ড ২০১৭’ প্রদান করা হলো মরহুম বাদল মিয়া-কে। গত ২৭ জানুয়ারি,২০১৭, কুড়িল, ঢাকায় একটি দ্রুতগামী ট্রেনের সামনে থেকে একজন মা ও তার পাঁচ বছর বয়সী মেয়েকে উদ্ধারের সময় বাদল মিয়ার মর্মান্তিক মৃত্যু হয়।
এমটিবি’র পরিচালকবৃন্দ,মোঃ আব্দুল মালেক ও কিউএএফএম সিরাজুল ইসলাম-এর উপস্থিতিতে, সম্প্রতি এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায়, অ্যাওয়ার্ডটি প্রদান করেন এমটিবি’র সাবেক চেয়ারম্যান রাশেদ এ. চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান এবং অন্যান্য ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তাবৃন্দ।
রাশেদ এ. চৌধুরী তার বক্তব্যে বলেন, সাহসী বাদল মিয়ার পরিবারের পাশে দাঁড়াতে পেরে এমটিবি গর্বিত। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, অদম্য সাহসী কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ নিঃস্বার্থ ও নির্ভীক মানুষদের এবং তাঁদের পরিবারবর্গের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এমটিবি, ২০১২ সালে, “ব্রেভারি এন্ড কারেজ অ্যাওয়ার্ড”-এর প্রচলন করে এবং ইতোমধ্যে সর্বমোট ৫জন-কে এই সম্মাননা প্রদান করা হয়।