MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সিএসআর প্রকল্পের আওতায় এমটিবি এবং ব্র্যাক-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ব্র্যাক-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারকের আওতায় এমটিবি, ব্র্যাক পরিচালিত ‘সামাজিক দূর্গ’ কার্যক্রমের মাধ্যমে নতুন ভাবে সৃষ্ট কোভিড-১৯ মহামারীতে বাংলাদেশের অধিক সংক্রমিত সীমান্ত জেলা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় সিএসআর কার্যক্রম পরিচালনা করবে। নতুন ভাবে সৃষ্ট কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বিশেষ এই সিএসআর প্রকল্পের সূচনা হয়। ‘সামাজিক দূর্গ’ প্রকল্পটির আওতায় দেশের ৩৫টি জেলার প্রায় ৭.৭ কোটি মানুষের মাঝে মাস্ক বিতরণ, স্বাস্থসেবা এবং কোভিড-১৯-এর টিকাদানে সহযোগিতার মাধ্যমে সেবা পৌঁছে দেয়া হচ্ছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমানের উপস্থিতিতে তুষার ভৌমিক, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার, ব্র্যাক এবং সৈয়দ রফিকুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, এমটিবি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এছাড়াও ব্র্যাক-এর পরিচালক, হেল্থ, নিউট্রিশন ও পপুলেশন প্রোগ্রাম, ডাঃ মোরশেদা চৌধুরী এবং এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, রেইস উদ্দীন আহ্মাদ ও হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট, আজম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান



আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন