বাংলাদেশ ব্যাংকের তত্ত্ববধানে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি একটি ক্যাশলেস বা নগদবিহীন সমাজের উন্নয়নের লক্ষ্যে উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগটি বাংলা কিউআর লেনদেন জনপ্রিয় ও সহজকিরণের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। এই উদ্যোগের লিড ব্যাংক হিসেবে এমটিবি ছয় মাস ব্যাপী (জানুয়ারি ০১ – জুন ৩০, ২০২৩) একটি ক্যাম্পেইনের আয়োজন করে। এই ক্যাম্পেইনের আওতায় সর্বোচ্চ কিউআর ব্যবহারকারী বিজয়ীকে একটি গোযায়ান গিফট ভাউচার পুরষ্কার হিসেবে প্রদান করা হয়।
এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান বিজয়ীর হাতে ট্রাভেল ভাউচার তুলে দেন। এছাড়াও এই অনুষ্ঠানে খালিদ হোসেন, হেড অব ডিজিটাল ব্যাংকিং ডিভিশন সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।