ফ্যাক্টর চেইন ইন্টারন্যাশনাল (এফসিআই), তাদের সাম্প্রতিক নির্বাহী কমিটির সভায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-কে সহযোগী সদস্য হিসেবে অনুমোদন প্রদান করে। এই অনুমোদনের মাধ্যমে বাংলাদেণের প্রথম কোন ব্যাংক হিসেবে এমটিবি সহযোগী সদস্যপদের মর্যাদা অর্জন করলো।
পিটার মালরয়, ফ্যাক্টর চেইন ইন্টারন্যাশনাল (এফসিআই)-এর মহাসচিব, নেদারল্যান্ডে তাদের প্রধান কার্য্যালয় থেকে, এমটিবি-কে একটি পত্র প্রেরণ করেন। এই পত্রে তিনি বলেন- এমটিবি-কে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। আমি আত্মবিশ্বাসী এফসিআই-এর পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক ফ্যাক্টরিং-এর উন্নয়নে গুরুত্বপূর্ণ আবদান রাখবে।
ফ্যাক্টর চেইন ইন্টারন্যাশনাল (এফসিআই), ফ্যাক্টরিং অ্যান্ড ফাইন্যান্সিং অব ওপেন অ্যাকাউন্ট ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড রিসিভেবল্-এর বৈশ্বিক প্রতিনিধি। ১৯৬৮ সালে একটি অলাভজনক বৈশ্বিক সংস্থা হিসেবে আত্মপ্রকাশের পর, এফসিআই বিশ্বের ৯০টি দেশের প্রায় ৪০০ সদস্য কোম্পানীর একটি সংস্থা। এফসিআই ক্রস-বর্ডার ফ্যাক্টরিং মেম্বার কার্যপরিচালনায় সহযোগিতায় অসাধারণ নেটওয়ার্ক সেবা প্রদান করে যা বিশ্বের আন্তর্জাতিক করেস্পন্ডেন্স ভল্যুমের প্রায় ৬০%।
ওপেন অ্যাকাউন্ট টার্মের আওতায় রপ্তানীর ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে এবং এই চাহিদা মেটানোর জন্য আর্থিক সক্ষমতা নিশিচতকরণে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এক যুগান্তকারী সার্কুলার ইস্যু করে। এই সার্কুলার যথাযোগ্য ঝুঁকি লাঘব করে ব্যাংকগুলোকে ওপেন অ্যাকাউন্টের ভিত্তিতে রপ্তানী সুবিধার অনুমতি প্রদান করে।
এই সদসস্যপদের মাধ্যমে এমটিবি বিশ্বের ৯০টি দেশের প্রায় ৪০০ সদস্য কোম্পানীর সাথে এফসিআই-এর আওতায় কাজ করার সুযোগ পাবে, দুইটি ফ্যাক্টর চেইন মডেলের আওতায় ‘এ·পোর্ট ফ্যাক্টর’ হিসেবে কাজ করতে পারবে এবং তাদের একরকম নিয়ম-কানুন এবং অসাধারণ ব্যবস্থা অথবা প্লাটফর্ম-এর সুফল গ্রহণ করতে পারবে।
এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহ্বুবুর রহমান এই সংবাদের প্রতিক্রিয়ায় বলেন- ‘আমি সত্যিকার অর্থে এই খবর পেয়ে খুশি। এই অর্জন আমাদের দেশের গ্রাহকবৃন্দের জন্য অন্যতম সেরা সৃজনশীল ট্রেড ফাইন্যান্স সমাধান প্রদানকারী সংস্থা হিসেবে আত্মপ্রকাশের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখবে।’