মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এমটিবি নীড় ঋণ সেবার উদ্বোধন করে। এই ঋণ সেবার আওতায় শহর, উপশহর এবং শিল্প এলাকার বাসিন্দারা এই ঋণ সেবা গ্রহণ করতে পারবেন। আনিস এ. খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, এমটিবি, এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে গত আগস্ট ২২, ২০১৭ তারিখে এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় এমটিবি নীড় ঋণ সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সেমি-পাকা বাড়ি নির্মাণে এই আর্থিক সেবা প্রদান করা হবে। ঋণ গ্রহীতারা মাসিক কিস্তিতে এই ঋণ পরিশোধ করতে পারবেন এবং তারা তাদের সেমি-পাকা বাড়ি নির্মাণে, বর্ধিতকরণে অথবা মেরামতে এমটিবি’র ১১১ টি শাখা থেকে সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সেবা গ্রহণ করতে পারবেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক, হেড অব রিটেইল ও এসএমই ব্যাংকিং, তারেক রিয়াজ খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মো: তৌফিকুল আলম, গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, আজম খান এবং হেড অব সার্ভিস কোয়ালিটি, শারমিন আহমেদ সহ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।