মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং অ্যাস্পিয়ার টু ইনোভেট (এ২আই)-এর মধ্যে স¤প্রতি এ২আই’র প্রধান কার্যালয়, ই-১৪/এ·, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এমটিবি এই সমঝোতা স্মারকের আওতায়, শিক্ষক বাতায়নের প্রায় ৬০০,০০০ শিক্ষকের মাঝে ল্যাপটপ বিতরণে অর্থায়ন করবে যাতে কভিড-১৯ মহামারীতে সৃষ্ট ‘নতুন স্বাভাবিক ’ পরিস্থিতিতে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের মাঝে সহজে নিরবিচ্ছিন্ন পাঠদান করতে পারেন। এছাড়াও স্মারকের আওতায় এমটিবি ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোর মাধ্যমে যোগ্যতাসম্পন্ন আবেদনকারীদের মাঝে এসএসই ও কৃষি ঋণ সুবিধা প্রদান করতে পারবে এবং ‘একপে’ প্লাটফর্মের মাধ্যমে বিভিন্ন বিল ও ফি জমা নিতে পারবে।
ড. আব্দুল মান্নান, অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক, এ২আই এবং সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, এমটিবি নিজ নিজ প্রতিষ্ঠানের পাশে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এছাড়াও এই অনুষ্ঠানে এমটিবি’র সৈয়দ রফিকুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, মোঃ শাফকাত হোসেন, হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ডিভিশন, শ্যামল বরণ দাশ, চীফ ডিজিটাল অফিসার, সঞ্জীব কুমার দে, হেড অব এসএমই ব্যাংকিং এবং খালিদ হোসেন, হেড অব ডিজিটাল লেন্ডিং এন্ড সল্যুশনস্ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।