MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি’র ৮ম “ব্রেভারি এন্ড কারেজ” অ্যাওয়ার্ড প্রদান করা হলো মরহুম ফায়ারফাইটার সোহেল রানা -কে

গত মার্চ ২৮, ২০১৯ তারিখে মরহুম ফায়ারফাইটার সোহেল রানা বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় স্বীয় জীবণ বিপন্ন করে আটকে পড়া দিশেহারা ও অসহায় মানুষের উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন ও সে সময় গুরুতর আহত হয়ে পরবর্তীতে মৃত্যু বরণ করেন। মরহুম সোহেল রানার এই স্বীয় জীবণ উৎসর্গ করে জনহিতকর সাহসী কাজের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি এমটিবি’র ৮ম “ব্রেভারি এন্ড কারেজ” অ্যাওয়ার্ড প্রদান করা হয় তাঁর পরিবারকে।

এমটিবি’র চেয়ারম্যান, মোঃ হেদায়েত উল্লাহ, ভাইস চেয়ারম্যান, খাজা নারগিস হোসেন, পরিচালকবৃন্দ, মোঃ আব্দুল মালেক, মোঃ ওয়াকিল উদ্দিন, মোঃ মনিরুল ইসলাম ও আনিকা চৌধুরী, স্বতন্ত্র পরিচালকবৃন্দ, আনোয়ারুল আমিন ও নাসরিন সাত্তার এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান-এর উপস্থিতিতে, সম্প্রতি এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায়, মরহুম সোহেল রানার পরিবারকে একটি সম্মাননা ক্রেস্ট ও চেক প্রদান করা হয়।

মোঃ হেদায়েত উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, মরহুম ফায়ারফাইটার সোহেল রানার সাহসী ও জনহিতকর কাজের জন্য এদেশ যেমন গর্বিত, তেমনি এমটিবিও এ সম্মাননা দিতে পেরে ধন্য। আনিস এ. খান তাঁর বক্তব্যে বলেন, দায়িত্বশীল ফায়ারফাইটার সোহেল রানার পরিবারের পাশে দাঁড়াতে পেরে এমটিবি গর্বিত। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য , অদম্য সাহসী কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ নিঃস্বার্থ ও নির্ভীক মানুষদের এবং তাঁদের পরিবারবর্গের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে এমটিবি, ২০১২ সালে, “ব্রেভারি এন্ড কারেজ” অ্যাওয়ার্ড-এর প্রচলন করে এবং ইতঃপূর্বে সর্বমোট ৭ বার এই সম্মাননা প্রদান করা হয়।

« নিউজ এ ফিরে যান



আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন