MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে এমটিবি’র দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন

নীলফামারী জেলার সৈয়দপুরে বানিজ্যিক ব্যাংক সমূহের কর্মকর্তাদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর লিড ব্যাংক প্রোগ্রামের আওতায়, মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) কর্তৃক আয়োজিত একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিএফআইইউ-এর পরিচালক, মোঃ রফিকুল ইসলাম এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, রেইস উদ্দীন আহ্মাদ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন।

নীলফামারী জেলায় কার্যরত ৩৪টি বানিজ্যিক ব্যাংকসমূহের মোট ৬৮ জন কর্মকর্তা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন। বিএফআইইউ-এর যুগ্ন পরিচালক, মোঃ রোকন-উজ-জামান এবং উপ-পরিচালকদ্বয়, আ.ন.ম. কলিম উদ্দিন হাসান তুষার ও মোঃ মনিরুল ইসলাম দিনব্যাপি অনুষ্ঠিত বিভিন্ন সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণ কর্মশালায় এমটিবি এএমএল এন্ড সিএফটি বিভাগের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালাটি সমস্ত অংশগ্রহণকারীদের জন্য একটি মূল্যায়ণ এবং প্রানবন্ত আলোচনা সেশনের মাধ্যমে শেষ হয়।

« নিউজ এ ফিরে যান



আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন