গত ১৬ ফেব্রুয়ারী শুক্রবার, আইসিটি এবং মন্ত্রী পরিষদ বিভাগ থেকে অ২র আয়োজিত স্মার্ট বাংলাদেশ রান ২০২৪ অনুষ্ঠিত হয় রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিল-এ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এই অনুষ্ঠানটির একমাত্র প্লাটিনাম স্পন্সর হিসেবে দায়িত্ব পালন করতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত । একই সাথে নাগরিকদের স্বাস্থ্যকর জীবনধারায় উৎসাহিত করে স্মার্ট নাগরিক তৈরী করতে মাননীয় সরকারের এই উদ্দ্যোগ কে এমটিবি সাধুবাদ জানায় এবং ভবিষ্যতেও সরকারের স্মার্ট বাংলাদেশ ২০৪১ ভিশন বাস্তবায়নে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ ।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর পক্ষ থেকে মোঃ খালিদ মাহমুদ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ও খালিদ হোসেন, হেড অব ডিজিটাল ব্যাংকিং ডিভিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, জুনাইদ আহমেদ পলক, এমপি এবং অ২র-এর পলিসি এডভাইজার, আনির চৌধুরী-এর কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।