MTB Logo
Deposit

একজন প্রবাসী বাংলাদেশীর কষ্টে উপার্জিত অর্থের মর্যাদা আমরা বুঝি, তাইতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে  আপনাকে আপনার প্রেরিত মজুরির রেমিট্যান্স প্রণোদনা দেওয়া  হবে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের  (ব্যাংক স্থানান্তর, নগদ পিকআপ এবং মোবাইল ওয়ালেট) সকল ট্রানজেকশন পদ্ধতির জন্য  প্রযোজ্য। বৈধ রেমিট্যান্স চ্যানেল ব্যবহারের মাধ্যমে যেকোন বাংলাদেশী নাগরিকের প্রতিটি ট্রানজেকশন, এই ইন্সেন্টিভের  আওতাভুক্ত।

এটা কিভাবে কাজ করে?

  • ক্যাশ ইন্সেন্টিভ সকল প্রবাসী বাংলাদেশীদের প্রেরিত মজুরির রেমিট্যান্সের জন্য প্রযোজ্য (অ্যাকাউন্টে ডিপোজিট, ক্যাশ ওভার কাউন্টার এবং মোবাইল ওয়ালেট)
  • বর্তমানে ইন্সেন্টিভ এর পরিমাণ প্রেরিত অর্থের ২%
  • ৫০০,০০০ টাকা পর্যন্ত রেমিটেন্সের জন্য কোনও ডকুমেন্টের প্রয়োজন নেই
  • ৫০০,০০০ টাকার অধিক রেমিট্যান্সের জন্য প্রণোদনা পেতে, নিম্নলিখিত ডকুমেন্টে জমা দিতে হবে
    • ভিসার সাথে প্রেরকের বৈধ পাসপোর্টের ফটোকপি
    • প্রেরকের ওয়ার্ক পারমিট
    • প্রেরকের বিএমইটি (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) প্রশংসাপত্র অথবা ট্রেড লাইসেন্স (ব্যবসায়ীর ক্ষেত্রে)

শর্তাবলী

  • ক্যাশ ইন্সেন্টিভ কেবলমাত্র ওয়েজ আর্নার রেমিটেন্সের জন্য প্রযোজ্য।
  • ক্যাশ ইন্সেন্টিভ শুধুমাত্র বেনিফিশিয়ারি উপভোগ করতে পারবেন।
  • ক্যাশ ইন্সেন্টিভ গ্রহণের জন্য একজন বেনিফিশিয়ারি আবশ্যক
  • প্রেরককে অবশ্যই একজন বাংলাদেশী
  • প্রেরককে অবশ্যই বিদেশে কোনো কাজে নিযুক্ত থাকতে হবে, তবে কোনও সরকার বা সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত বা আধা স্বতন্ত্র সংস্থা কর্তৃক অর্থ প্রদান করা হয় এমন প্রবাসীর ক্ষেত্রে ক্যাশ ইন্সেন্টিভ প্রযোজ্য হবে না।


আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন