এমটিবি বিভিন্ন রিফাইন্যান্স স্কিমের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সাথে অংশীদ্বারিত্ব মূলক কাজ করে আসছে। এছাড়া ক্লাস্টার ডেভেলপমেন্টের জন্য এসএমই ফাউন্ডেশনের সাথেও অংশীদ্বারিত্ব রয়েছে। ব্যবসার ভ্যালুচেইনের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে চুক্তির মাধ্যমে এমটিবি গ্রাহক সেবার পরিধি বাড়াচ্ছে।
পার্টনার | অবস্থা |
---|---|
পাওয়ার ভিশন | চুক্তি সম্পাদন হয়েছে |
কোয়ালিটি ফীডস লিমিটেড | চুক্তি সম্পাদন হয়েছে |
শপআপ | চুক্তি সম্পাদন হয়েছে |
সেবা এক্স ওয়াই জেড | চুক্তি সম্পাদন হয়েছে |
রবি ( ডিলার ফাইন্যানসিং) | চুক্তি সম্পাদন হয়েছে |
রবি (এজেন্ট ফাইন্যানসিং) | চুক্তি সম্পাদন হয়েছে |