বিগত বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। অনায়াসে দরপত্র গ্রহণের প্রক্রিয়াটি নিশ্চিত করতে এমটিবি এসএমই যোগ্য গ্রাহকদের জন্য আর্নেস্ট মানি সুবিধা চালু করেছে।
আরও জানুনএকই ছাতার অধীনে সিএমএসএমই গুলোর জন্য বাণিজ্য অর্থায়ন সুবিধার জন্য
আরও জানুনএমটিবি কৃষিজাত হল ক্ষুদ্র, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্র এবং অন্যান্য বিশেষ সংস্থাগুলির অধীনে থাকা সব ধরণের কৃষি প্রক্রিয়াকরণ শিল্পের জন্য একটি অনন্য ঋণ সুবিধা।
আরও জানুনএমটিবি আবাসন হলো গ্রাহকদের জন্য একটি মেয়াদী লোন ব্যবস্থা যার মাধ্যমে গ্রাহকেরা শিল্প / বাণিজ্যিক বলয়ে কারখানার শোরুম এবং গুদাম, শ্রমিক শেড বা বাণিজ্যিক ব্যবহারের জন্য, নিজস্ব ব্যবহারের কিংবা ভাড়া দেওয়ার জন্য একটি আধা পাকা ভবন নির্মাণের ঋণ নিতে পারে
আরও জানুনএমটিবি কমার্শিয়াল স্পেস ফাইন্যান্স হল বাণিজ্যিক স্থান ক্রয়, সংস্কার, অথবা নির্মাণ করতে চাওয়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের গ্রাহকদের জন্য একটি মেয়াদী ঋণ
আরও জানুন"এমটিবি উদ্যোগ" একটি রিভলভিং স্বল্পমেয়াদী ঋণ সুবিধা।
আরও জানুনএমটিবি সচল - ভেহিকল ফাইন্যান্সিং একটি ইএমআই ভিত্তিক ঋণ সুবিধা।
আরও জানুনএমটিবি স্মল বিজনেস লোন (এসবিএল) এসএমই গুলোকে তাদের চলতি মুলধন ও স্থায়ী সম্পদ অর্জনের প্রয়োজন মেটানোর জন্য ঋণ ।
আরও জানুনএ ঋণের মাধ্যমে সিএমএসএমই গুলোর চলতি মুলধন সুবিধা প্রদান করা হয় ।
আরও জানুনএমটিবি কৃষি, উপযুক্ত কৃষকদের কৃষি খাতে সরাসরি ঋণ প্রদানের জন্য বিশেষভাবে নকশাকৃত একটি সুবিধা। শস্য চাষ, মৎস উৎপাদন, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার এ ক্ষেত্রগুলো ঋণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
আরও জানুন