MTB Logo
Deposit

এমটিবি মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডে রয়েছে দেশের সবচেয়ে আকর্যণীয় সব সেবা। মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড আপনার প্রত্যেকটি মুহূর্তকে করে তোলে আরো বেশি আনন্দময়। ভ্রমণ, ডাইনিং, শপিং ইত্যাদি নানান কাজে ওয়ার্ল্ড কার্ডের ব্যবহার আপনার অভিজ্ঞতাকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়।


এয়ারপোর্টে পিক এন্ড ড্রপ সার্ভিস

সম্মানিত গ্রাহকগণ ঢাকার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াতের সুবিধার জন্য কমপ্লিমেন্টারি পিক এন্ড ড্রপ সেবা উপভোগ করতে পারবেন। আপনার ভ্রমণকে আরও স্বাচ্ছ্যন্দময় করার লক্ষ্যে বাংলাদেশে এই প্রথম ক্রেডিট কার্ডের গ্রাহকদেরকে সেবাটি দিতে পেরে এমটিবি গর্বিত। এই সেবাটি শুধুমাত্র আন্তর্জাতিক ফ্লাইটের এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য। এই সার্ভিসটি পেতে অনুগ্রহ করে আমাদের ২৪/৭ কন্টাক্ট সেন্টারে ১৬২১৯ নম্বরে অথবা +৮৮০৯৬০৪০১৬২১৯ (বিদেশ থেকে) ফোন করুন। অনুগ্রহপূর্বক আপনার ভ্রমণের ৪৮ ঘন্টা পুর্বে আমাদেরকে জানাবেন।

১৩০০+ বিমানবন্দরের লাউঞ্জকি এর মাধ্যমে প্রবেশ সুবিধা

আপনার ভ্রমণকে আরও আনন্দদায়ক করতে এমটিবি কার্ড দিচ্ছে বিশ্বব্যাপী ১৩০০ এরও বেশি বিমানবন্দরে লাউঞ্জকি এর আওতায় কমপ্লিমেন্টারি লাউঞ্জ এক্সেস সুবিধা। লাউঞ্জকি প্রোগ্রামটি পৃথিবীর অন্যতম বৃহত্তম এয়ারপোর্ট লাউঞ্জ এক্সেস প্রোগ্রাম। আপনি যেইএয়ারলাইন্স কিংবা যেই ক্লাসেই ভ্রমণ করুন না কেন, লাউঞ্জকি এর মাধ্যমে আপনি এর পার্টনার লাউঞ্জসমূহে প্রবেশের সুবিধা উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ডের বিপরীতে পাসপোর্ট এন্ডোরসমেন্টের ভিত্তিতে ক্যালেন্ডার বছরের দশটি প্রবেশ বিনামূল্যে উপভোগ করতে পারবেন। অনুগ্রহ করে মনে রাখবেন, এই সুবিধাটি শুধুমাত্র প্রাইমারি কার্ডের জন্য প্রযোজ্য এবং সঙ্গে কোন অতিথি থাকলে সেটিও এই ১০টি ফ্রি প্রবেশ সুবিধার সাথে গণনা করা হবে। পরবর্তীতে প্রতিবার প্রবেশের জন্য জনপ্রতি ২৯ মার্কিন ডলার প্রযোজ্য হবে।

লাউঞ্জকি এর তালিকাভুক্ত লাউঞ্জের ব্যাপারে জানতে, অনুগ্রহ করে ভিজিট করুন https://www.loungekey.com/mtb-visa অথবা https://airport.mastercard.com/ ঠিকানায়।


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমটিবি এয়ার লাউঞ্জে প্রবেশ সুবিধা

এমটিবি এর একজন সম্মানিত গ্রাহক হিসাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমটিবি এয়ার লাউঞ্জে আপনার রয়েছে কমপ্লিমেন্টারি প্রবেশের সুবিধা। সারাবছরই কমপ্লিমেন্টারি এই সেবাটি আপনার এবং আপনার একজন সহযাত্রীর জন্য প্রযোজ্য। সেই সাথে ১২ বছরের কম বয়সী দুজন শিশুর জন্যেও কমপ্লিমেন্টারী এই সুবিধাটি পাওয়া যাবে। আপনার ভ্রমণকে আরো স্বাচ্ছন্দ্যময় করতে লাউঞ্জে রয়েছে নানান আকর্ষণীয় সুবিধাসমূহ।

উল্লেখযোগ্য সুবিধাগুলোর মধ্যে রয়েছেঃ মাল্টি কুইজিন ফুড, ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে, লাইব্রেরি, মাসাজ কর্ণার, সংবাদপত্র, ম্যাগাজিন, টিভি, বিনামূল্যে লোকাল কল করার সুবিধা, মোবাইল চার্জিং পোর্ট, পৃথক রেস্টরুম, শাওয়ার ফ্যাসিলিটি এবং ওয়াইফাই ইত্যাদি। শুধু তাই নয়, কার্ডের মাধ্যমে একজন গ্রাহক কার্ডের স্ট্যাটাস, পাসপোর্ট এন্ডোর্সমেন্ট, আন্তর্জাতিক লেনদেনের অবস্থা এবং ই-কমার্স চালু/বন্ধ করা ইত্যাদি সেবা পেয়ে থাকেন। আপনি ২৪/৭ এয়ার লাউঞ্জ সুবিধা গ্রহণ করতে পারেন।


শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এমটিবি এয়ার লাউঞ্জ প্রবেশ সুবিধা

সম্মানিত গ্রাহকদের জন্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে (অভ্যন্তরীণ টার্মিনাল) অবস্থিত এমটিবি চট্টগ্রাম এয়ার লাউঞ্জে রয়েছে কমপ্লিমেন্টারি প্রবেশ সুবিধা। সারাবছরই কমপ্লিমেন্টারি এই সেবাটি আপনার এবং আপনার একজন সহযাত্রীর জন্য প্রযোজ্য। সেই সাথে ১২ বছরের কম বয়সী দুজন শিশুর জন্যেও কমপ্লিমেন্টারী এই সুবিধাটি পাওয়া যাবে।

উল্লেখযোগ্য সুবিধাসসমূহের মধ্যে রয়েছেঃ মাল্টি কুইজিন ফুড, ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে, লাইব্রেরি, মাসাজ কর্ণার, সংবাদপত্র, ম্যাগাজিন, টিভি, বিনামূল্যে লোকাল কল করার সুবিধা, মোবাইল চার্জিং পোর্ট, পৃথক রেস্টরুম, শাওয়ার ফ্যাসিলিটি এবং ওয়াইফাই ইত্যাদি। গ্রাহকগণ প্রতিদিন সকাল সন্ধ্যা ৬.৩০টা থেকে রাত ৯.৩০টা পর্যন্ত এয়ার লাউঞ্জে অবস্থান করতে পারবেন।


ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এমটিবি এয়ার লাউঞ্জ প্রবেশ সুবিধা

সম্মানিত গ্রাহকগণ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর (অভ্যন্তরীণ টার্মিনাল) এ অবস্থিত এমটিবি সিলেট এয়ার লাউঞ্জে কমপ্লিমেন্টারি প্রবেশের সুবিধা পাবেন। সারাবছরই কমপ্লিমেন্টারি এই সেবাটি আপনার এবং আপনার একজন সহযাত্রীর জন্য প্রযোজ্য। সেই সাথে ১২ বছরের কম বয়সী দুজন শিশুর জন্যেও কমপ্লিমেন্টারী এই সুবিধাটি পাওয়া যাবে।

উল্লেখযোগ্য সুবিধাসমূহের মধ্যে রয়েছেঃ মাল্টি কুইজিন ফুড, ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে, লাইব্রেরি, সংবাদপত্র, ম্যাগাজিন, টিভি, বিনামূল্যে লোকাল কল সুবিধা, মোবাইল চার্জিং পোর্ট, শু শাইনার, কোট হ্যাঙ্গার, এয়ার পিউরিফায়ার এবং ওয়াইফাই সুবিধা ইত্যাদি। শুধু তাই নয়, কার্ডের মাধ্যমে একজন গ্রাহক কার্ডের স্ট্যাটাস, পাসপোর্ট এন্ডোর্সমেন্ট, আন্তর্জাতিক লেনদেনের অবস্থা এবং ই-কমার্স চালু/বন্ধ করা ইত্যাদি সেবা পেয়ে থাকেন।

গ্রাহক প্রতিদিন সকাল ১১:০০ থেকে রাত ৯:০০ পর্যন্ত লাউঞ্জে প্রবেশ করতে পারবেন।


মিট এন্ড গ্রিট সার্ভিস

এই সার্ভিসের মাধ্যমে গ্রাহক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনজন সহযাত্রীসহ কমপ্লিমেন্টারি মিট এন্ড গ্রিট সেবাটি উপভোগ করতে পারবেন। লাগেজ বহন করা নিয়ে ঝামেলা ভুলে যান, আর উপভোগ করুন আপনার ভ্রমণযাত্রা।

দেশ ছাড়ার সময়, আপনাকে আপনার লাগেজসহ টার্মিনাল বিল্ডিংয়ের মূল প্রবেশদ্বার/ মেইন গেইট থেকে রিসিভ করা হবে। এরপর চেক-ইনের আনুষ্ঠানিকতা এবং লাগেজ স্ক্যানিংয়ের জন্য আপনাকে ভিতরে নেওয়া হবে। আপনি ইমিগ্রেশন এলাকা পার না হওয়া পর্যন্ত পুরোটা সময় আমাদের প্রতিনিধি আপনার সাথে থাকবেন।

দেশে ফেরার সময়ে, আপনি ইমিগ্রেশন এলাকা পার হওয়ার পরপরই আপনাকে রিসিভ করা হবে। আমাদের প্রতিনিধি লাগেজ কালেকশন বেল্ট থেকে আপনার লাগেজ গ্রহণ করবেন এবং কার পার্কিং এলাকা পর্যন্ত আপনাকে নিয়ে যাবেন। আপনি গাড়িতে উঠে রওনা না দেওয়া পর্যন্ত আমাদের প্রতিনিধি আপনার সাথে থাকবেন।

এই সেবাটি শুধুমাত্র আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রযোজ্য। এই সার্ভিসটি পেতে অনুগ্রহ করে আমাদের ২৪/৭ কন্টাক্ট সেন্টারে ১৬২১৯ নম্বরে অথবা +৮৮০৯৬০৪০১৬২১৯ (বিদেশ থেকে) ফোন করুন। অনুগ্রহপূর্বক আপনার ভ্রমণের ৪৮ ঘন্টা পুর্বে আমাদেরকে জানাবেন।.



নীচে ফর্ম পূরণ করুন,
আমাদের একজন প্রতিনিধি শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে

    The minimum gross monthly income requirement is BDT 30,000 for Salaried Persons and BDT 50,000 for Non-Salaried Persons


    YesNo


    

    আমাদের সাবস্ক্রিপশনে
    যোগদান করুন